করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক জনবলে সরকারি-বেসরকারি অফিস চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
সকাল থেকে সচিবালয়সহ বেশিরভাগ প্রতিষ্ঠানে অর্ধেক জনবলের নির্দেশের কার্যকারিতা শুরু হতে দেখা যায়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, তবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে।
সোমবার (২৪ জানুয়ারি) নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, "অনেক প্রতিষ্ঠানই অর্ধেক জনবলে অফিস চালানোর প্রস্তুতি সারতে পারেনি। ইতোমধ্যেই এটা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি আমরা সেহেতু স্বাস্থ্যবিধি মেনে চললেই আমাদের ভালো হবে।"
অফিস কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্ম এলাকায় অবস্থান করে হোম অফিসের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার।
সারাদেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সকালে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
রোববার (২৩ জানুয়ারি) জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, সব সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেকসংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে এবং ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। এই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশনা অনুযায়ী অফিস কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ২৮ দশমিক শূন্য ২ শতাংশ।